shironamhin kobita shongkolon(1)
কবিতা

শিরোনামহীন কবিতা সংকলন (১) – রিয়াজুল আলম ভূঁইয়া

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

১.

অনেক জয়ের ভেতর

আমার কবিতা

একটা চোরাকাঁটার মতো বিঁধে থাক।

অনেক দুঃখের ভেতর

আমার কবিতা

কামিনী হয়ে ফুটে থাক।

অনেক মৃত্যুর মধ্যে

আমার কবিতা

নবজাতকের কান্না হয়ে থাক।

অনেক লোভের মধ্যে

আমার কবিতা

মাঝরাতে ঘর ছেড়ে চলে যাক।

অনেক একার পাশে

আমার কবিতা

পোষা কুকুরের মতো বসে থাক।

২.

এই রাস্তায় হাঁটি মানুষের স্রোতে 

ভাসমান

মাঝে টুকটাক দুটি পঙক্তি মনে চলছে

গত রাত্রির ঘুম না আসার ফলে ক্লান্তি

অবচেতনে ঘাসভরা মাঠ

 শুয়ে পড়বার এত ইচ্ছা, ধীরে থেমে যাই, ঠেলে চলে যায়

দ্রুত নগরের বোবা নাগরিক, 

গায়ে শক্তির খুব অভাবে নেই উদ্যম নাকি ইচ্ছা

আমি চেয়েছি শুধু হাঁটতে

 হেঁটে যেতে যেতে 

ঝড়ো বৃষ্টি যদি শুরু হয় তবে ভিজতে

নিঃসংকোচে

অস্তিত্ব খুব কাঁপিয়ে যদি জ্বর হয়

তাতে মৃত্যুর দুটি সংকেত যদি দেখা দেয় অস্পষ্ট

আছে খুব চাওয়া কড়া জীবনও সেই মৃত্যুর বুকপকেটে

যদি ঘন হয়ে আসে ভালবাসা

 এরকম এক ইচ্ছায়

আমি হেঁটে যাই আর ফিরে এসে

 লিখি কবিতা

আর প্রায়শই লিখে মুছে দেই

খুব ঘুম পায়, ঘুমে কাঙ্ক্ষিত কোনো জীবনের দেখি স্বপ্ন।

৩.

প্রকাশ করো পাকস্থলীর ক্ষুধা

প্রকাশ করো শরীর চাচ্ছে শরীর

প্রকাশ করো প্রকাশ করার ক্ষুধা।

আমাদের যেভাবে দিন যায়

আমাদের যেভাবে রাত কাটে

আমাদের সর্বপ্রকার ক্ষুধায়

যেভাবে বুক ফাটে

প্রকাশ করো সকল অসুস্থতা।

অসুস্থতার বোধ রয়েছে যাদের

তারাই সুস্থ হতে জানে

যদিও নীতি-পুলিশ আছে অনেক

 বাংলার সবখানেই।

মিলিয়ে নাও, তোমার একই ব্যথা

এবং আশেপাশের সকল মুখের

নষ্ট কালের আমরা প্রতিনিধি

অসুখ আছে, অসুখের বোধ নেই।


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *